• ঢাকা
  • বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২০

বিশ্বে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশে লকডাউন চলছে। সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া বিভিন্ন নিয়মও মেনে চলার চেষ্টা করছে সবাই। কিন্তু থামানো যাচ্ছে না এই অশুভ ক্ষুদ্র দানবকে। আক্রান্তের সাথে পাল্লা দিয়েই যেন বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দেখাতে পারছে না কোন আশার আলো। একের পর এক দুঃসংবাদ দিয়েই যাচ্ছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানোম ঘেবরেসাস এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। করোনা ভাইরাসের চরম পরিস্থিতি আসতে এখনও বাকি আছে।

আরো পড়ুন: হাজীগঞ্জ-শাহরাস্তিতে একজন মানুষও না খেয়ে থাকবেনা: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

তিনি সতর্ক করে বলেন, বেশ কিছু দেশে ইতোমধ্যেই লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে। যার পরিণাম হবে ভয়াবহ।

তিনি ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে বলেন, করোনা ভাইরাস এর চেয়েও সাংঘাতিক।
এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আছে। কিন্তু বিশ্বাস করুন, সামনে পরিস্থিতি আরও খারাপ হবে।

তবে করোনার ভয়াবহতা এখনও অনেকে বুঝতে পারছেন না বলে মনে করেন তিনি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!