হাজীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা সন্তানদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করেন, মাওলানা মো. শেখ ফরিদ।
দোয়া ও মোনাজাতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের মাগফেরাত, জীবিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করা হয়।
আতাহার হোসেন অপু মজুমদারের সভাপতিত্বে ইফতার পূর্বে পরিচিতি সভায় বক্তব্য দেন, কামরুজ্জামান টুটুল, রকিবুল ইসলাম রাকিব, নাজমুল আহসান নয়ন, শরীফুল ইসলাম, লোটাস দেলোয়ার হোসেন, এ্যাড. ইমাম হোসেন টিটু, সৈয়দ আব্দুল্লাহ ঝিনুক, রবিউল আউয়াল বিপ্লব, আবুল বাশার পাটওয়ারী, আলমগীর হোসেন প্রমুখ।
মো. শাহাদাত হোসেন আকাশের উপস্থাপনায় ইফতার মাহফিলে রাকিবুল হাসান রুপন, মিজানুর রহমান, মো. যোবায়ের বাবু, এনাম আলী খাঁন হিরন, গাজী মো. বিল্লাল হোসেন, ইউসুফ, সাইফুল আলম পলাশ, হাসান আল মামুন, মোহাম্মদ উল্যাহ্ বুলবুলসহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন।