আবু মুছা আল শিহাব:
শাহরাস্তিতে সরকারবিরোধী লিফলেট বিতরণের সময় সাতজনকে ধরে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে উপজেলার মেহের কালিবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার কংশাই গ্রামের মাহমুদুল হাসান নয়ন, অধ্যাপকপাড়ার মেহেদী হাসান সৈকত, দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন, টোরাগড় গ্রামের সিহাব হোসেন, শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান, নোয়াখালীর চাটখিল উপজেলার পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হোসাইন মোহাম্মদ জিহাদ।
শাহরাস্তি মডেল থানার এসআই আল আমিন ভূঁইয়া বলেন, শাহরাস্তির কয়েকটি বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করছিল কয়েকজন যুবক। এমন সংবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের ধরে পুলিশে খবর দেন। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশের এ কর্মকর্তা বলেন, লিফলেট বিতরণ ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে হলেও মূলত আটককৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। বি-টিম হিসেবে মাঠে নেমেছেন তারা।