বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে মহান দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারি সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির বিএম কলিমউল্যাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন পরান, উপজেলা দাওয়াহ ও তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা আবুল হাসনাত, নায়েবে আমির কবির হোসেন, সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মনির হোসেন, পৌরসভা শাখার সভাপতি আবুল বকর ছিদ্দিক প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ আবুল কাশেম, রফিকুল ইসলামসহ সহস্রাধীক নেতাকর্মীবৃন্দ।