হাজীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ ফুড লাভারস পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
ব্যক্তি স্বার্থের জন্য দলীয় কর্মীদের মধ্যে বিবেদ সৃষ্টি করবেন না উল্লেখ করে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। এখানে কারো ব্যক্তিগত মতবিরোধ বা মতপার্থক্য থাকতে পারে। তবে আমরা সবাই বিএনপির কর্মী। সুতরাং ব্যক্তি স্বার্থে নয়, আমরা দলের জন্য কাজ করবো। তারেক রহমানের ৩১ দফা মানুষের কাছে তুলে ধরতে হবে এবং মানুষের আস্থা অর্জনে দলের হয়ে কাজ করবো।
সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) একজন আরেকজনের বিরুদ্ধে না লিখে দলীয় স্বার্থে ফেইসবুককে ব্যবহার করুণ। দলের চেয়ারপার্সন তারেক রহমানের বক্তব্য সবাই ফেইসবুকে শেয়ার করুন।
দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আজে বাজে লেখা থেকে বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি স্বার্থ চেয়ে দলের স্বার্থটা বড় করে দেখতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক মো. আবুল বাসার।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দিলদার হোসেন কিসলুর সভাপতিত্বে উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির খাঁন, বিএনপি নেতা টিপু সুলতান জমিদার, মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
পৌর বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন ফারুক মামুনের উপস্থাপনায় ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দের মধ্যে বিএনপি নেতা আবু জাফর বেপারী, মো. শামীম মিয়াজী, জামাল মেম্বার, শাহাদাত মজুমদার, আবুল বাসার চৌধুরী, প্রফেসর হাবিবুর রহমান, মনির হোসেন পাটওয়ারী, জসিম উদ্দিন, আক্তার হোসেন, কামালা মিয়াজী, হাবিবুর রহমান সেলিম, এ্যাড. আওলাদ হোসেন, আবুল বাসার চৌধুরী।
বক্তব্য রাখেন, যুবদল নেতা জিসান আহমেদ সিদ্দিকী, ইয়াছির আরাফাত অনিক, সাখাওয়াত হোসেন, মো. শহীদুল্লাহ, আল আমিন বাবু, মিজানুর রহমান, রাশেদ গাজী, আনিছুর রহমান ভুইয়া, মোস্তফা কামাল, মিজানুর রহমান বেপারী, ছাত্রনেতা রোমান মিজি, সাব্বির আহমেদ, শাহাদাত কাজী, মাইনুদ্দিন তপু, বিল্লাল সরকার, মামুন, মাসুদমিজি, মেহেদি হাসান নিশান।
পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মাঈন উদ্দিন তপু, পৌর ছাত্রদলের সাবেক যুগ্মআহবায়ক, রইফুল ইসলাম জিলানি, পৌর ছাত্রনেতা, তারেক, মেহেদি, জনি, হাবিব প্রমূখ।
সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মো. রফিকুল ইসলাম।
এসময় বিএনপি নেতা মিজানুর রহমান, মনিরুজ্জামান পাটওয়ারী, মাও. সিদ্দিকুর রহমান, আব্দুল লতিফ, বিল্লাল হোসেন, বিল্লাল সরদার, আব্দুল মান্নান, সেলিম খাঁনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল ও ছাত্রদল, অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন