হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদরাসা ও ইসলাহুন নিসা মহিলা মাদরাসায় ১’শ ছাত্র-ছাত্রীদের পাগড়ী ও হিজাব প্রদান উপলক্ষে আগামিকাল বৃহস্পতিবার (১ মে) ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে আলোচনা করবেন, কুমিল্লা মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সু-ধন্যপুরের মহাপরিচালক আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও. মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে মিঠানিয়া ব্রীজ সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে অতিথি হিসেবে আরো আলোচনা করবেন, জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী জামিয়া মাহমুদিয়ার প্রধান মুফতি রেজাউল করিম আবরার,
আলোচনা করবেন, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক ও ঢাকা মাদ্রাসাতুল আসআদ আল ইসলামিয়ার মুহতামিম হাফেজ মাও. মুফতি সাঈদ আহমদ, খুলনা সেনহাটি যাকারিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল মান্নান উসমানী ও চাঁদপুর মোমিনপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. রাশেদ বিন মুহসিন।
বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদরাসা ও ইসলাহুন নিসা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাও. নাজির আহমাদ আন নাছিরীর সার্বিক ব্যবস্থাপনা মাহফিলে ক্বেরাত পরিবেশন করবেন, বিশ্বনন্দিত একাধীক আন্তর্জাতিক খ্যাতী সম্পন্ন পুরস্কার প্রাপ্ত ক্বারী শায়েখ জহিরুল ইসলাম ও সেনাবাহিনীর ক্বেরাত প্রশিক্ষক মাওলানা মুফতী ক্বারী মনজুর আলম ফয়েজী।
হাফেজ মাও. নাজির আহমাদ নাছিরী জানান, বাদ আছর থেকে আনুষ্ঠানিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হবে। তিনি সকল ধর্মপ্রাণ-মুসলমানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।