শিক্ষার অগ্রযাত্রাকে গুরুত্ব দিয়ে কিন্ডারগার্টেনের সাধারণ গ্রেড ও টেলেন্টফুলে বৃত্তিপ্রাপ্ত ফরিদগঞ্জের ২৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মকবুল স্মৃতি সংসদ।
২৩ ফেব্রুয়ারি রোববার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা পরিষদের হলরুমে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এই সংবর্ধণা দেয়া হয়। সংবর্ধণার মধ্যে ছিলো ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান।
বিগত বছরের মতো ধারাবাহিক এই অনুষ্ঠান চালিয়ে যেতে সকলের সহায়তা চেয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ফকরুল আহমেদ ফয়সাল। তিনি বলেন, ১৯৯৬ সালে মকবুল স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করে আমার বাবা শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করেন। বাবা পৃথিবীতে নেই কিন্তু তার আদর্শকে লালন করে আমি পূর্বের ন্যায় প্রতিবছর শিক্ষার্থীদের পাশে দাড়াই।
তিনি বলেন, এই সমাজসেবা কাজগুলো যে শুধু ফরিদগঞ্জেই করছি তা নয়, বরং সারাদেশেই চালিয়ে যাচ্ছি। আমি দৃঢ় কন্ঠে বলতে চাই আমাদের কাছে এসে কোন শিক্ষার্থী ফিরে যাবেনা। যদি কোন শিক্ষার্থী অর্থ সংকটে পড়ালেখা করতে না পারে। দয়া করে তার তথ্যটুকু আমাদের কাছে পৌছাবেন আমরা সাধ্যমতো পাশে দাঁড়াবো।
অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম মাসুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাকির হোসাইন,সহ-সাধারণ সম্পাদক মামুন হোসাইন।
অনুষ্ঠানে সংবর্ধণা পর্ব শেষে শিক্ষার্থীরা মনমুগদ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দেখায়। যা উপভোগ করেন অতিথিসহ প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।