কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিশু বিদ্যা প্রতিষ্ঠান বিএনডি ফোরাম স্কুলের শিক্ষাবৃত্তি প্রদান, সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিআরবি ক্যাবলস লিমিটেডের মার্কেটিং ডাইরেক্টর ও কচুয়ার কৃতি সন্তান শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনি। বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও বিএনডি ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জীবন কানাই সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সোহাগ ,উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো : আমির হোসেন,সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলম, সামাজিক সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম রনি, সমাজসেবক ডাঃ মাসুদুর রহমান বাবুল,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সুনিল চন্দ্র বাইন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সুমন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু।

বক্তব্য রাখেন,বিএনডি ফোরামের সহসভাপতি সুকেন সরকার,অর্থ সম্পাদক বিধান সরকার,তথ্য ও গবেষনা সম্পাদক সোহাগ দাস,প্রধান শিক্ষক প্রান্ত সরকার,শিক্ষার্থী মো: আদনান মজুমদার প্রমুখ।
এসময় বিএনডি ফোরামের সদস্য, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।