ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

“ভালো ছাত্র হওয়ার চেয়েও মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন”

ছবি-নতুনেরকথা।

হাজীগঞ্জের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীকে সফল হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া ভালো ছাত্র হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, ভালো ছাত্র হওয়ার চেয়েও মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন।

অনেক ছাত্র ভাবছে কয়েকদিন লেখা পড়া করে বিদেশ চলে যাবো। আমার এতো লেখাপড়ার দরকার কি?? তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি বিদেশ যাবে, নিজেকে স্কীল ডাবলাপম্যান্ট করে যেতে হবে। তা না হলে তুমিই ঠিকবে। তাই পড়া লেখায় কোন ঘাপলতি না করে এখন থেকেই শিখতে হবে। মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. শাহআলম প্রমুখ।

সিনিয়র শিক্ষক মো. মোজাম্মেল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. জাকারুল্লাহ মজুমদার। এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি করা হয়।

বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ ও শিক্ষকরা। এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

“ভালো ছাত্র হওয়ার চেয়েও মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন”

ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

“ভালো ছাত্র হওয়ার চেয়েও মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন”

আপডেট: ১০:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

হাজীগঞ্জের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীকে সফল হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া ভালো ছাত্র হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, ভালো ছাত্র হওয়ার চেয়েও মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন।

অনেক ছাত্র ভাবছে কয়েকদিন লেখা পড়া করে বিদেশ চলে যাবো। আমার এতো লেখাপড়ার দরকার কি?? তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি বিদেশ যাবে, নিজেকে স্কীল ডাবলাপম্যান্ট করে যেতে হবে। তা না হলে তুমিই ঠিকবে। তাই পড়া লেখায় কোন ঘাপলতি না করে এখন থেকেই শিখতে হবে। মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. শাহআলম প্রমুখ।

সিনিয়র শিক্ষক মো. মোজাম্মেল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মো. জাকারুল্লাহ মজুমদার। এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং কবিতা আবৃত্তি করা হয়।

বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ ও শিক্ষকরা। এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।