বড়কুলে ক্রিকেট লীগ সিজন-৩ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

  • আপডেট: ০১:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১১২

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে ডাকাতিয়া স্পোটিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট লীগ সিজন-৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরের দিন মঙ্গলবার রাতে ইউনিয়নের জমিদার বাড়ির (ভা¹িত্যা বাড়ি) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় চ্যাম্পিয়ন দল বড়কুল ভিক্টোরিয়ান্স ও রানারআপ দল ওমান প্রবাসী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাব হাসান মাহমুদ, বড়কুল নবদিগন্ত ক্লাবের সভাপতি মিজানুর রহমান, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী হাফেজ তানভীর হোসেন, বড়কুল আইডিয়াল ক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ৬টি দল খেলায় অংশগ্রহণ করে। এর মধ্যে গ্রুপ পর্যায়ের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে ডাকাতিয়া স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফাহাদ মো. মহসিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলের খেলোয়াদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান অতিথি হিসেবে জগন্নাত বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ হোসেন, বড়কুল আইডিয়াল ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানাসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খেলা পরিচালনা করেন জিল্লুর রহমান ও জুম্মান এবং খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন, মহিন, হৃদয়, মুকসুদ, শান্ত ও আহসান প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

কচুয়ায় স্কাউট ফ্রেন্ডশিপ ডে ক্যাম্প অনুষ্ঠান‌

বড়কুলে ক্রিকেট লীগ সিজন-৩ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

আপডেট: ০১:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে ডাকাতিয়া স্পোটিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট লীগ সিজন-৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরের দিন মঙ্গলবার রাতে ইউনিয়নের জমিদার বাড়ির (ভা¹িত্যা বাড়ি) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় চ্যাম্পিয়ন দল বড়কুল ভিক্টোরিয়ান্স ও রানারআপ দল ওমান প্রবাসী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাব হাসান মাহমুদ, বড়কুল নবদিগন্ত ক্লাবের সভাপতি মিজানুর রহমান, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী হাফেজ তানভীর হোসেন, বড়কুল আইডিয়াল ক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ৬টি দল খেলায় অংশগ্রহণ করে। এর মধ্যে গ্রুপ পর্যায়ের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে ডাকাতিয়া স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফাহাদ মো. মহসিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলের খেলোয়াদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠান অতিথি হিসেবে জগন্নাত বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ হোসেন, বড়কুল আইডিয়াল ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানাসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খেলা পরিচালনা করেন জিল্লুর রহমান ও জুম্মান এবং খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন, মহিন, হৃদয়, মুকসুদ, শান্ত ও আহসান প্রমুখ।