পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কচুয়ায় স্কাউট ফ্রেন্ডশিপ ডে ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সানরাইজ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে বুরগী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব কমিশনারের সাবেক চেয়ারম্যান ও সানরাইজ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, স্কাউট লিডার মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ও বাংলাদেশ স্কাউট এডহক কমিটির সদস্য ডাঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম,বিআরবি ক্যাবলস লিমিটেডের মার্কেটিং ডাইরেক্টর ও কচুয়ার কৃতি সন্তান রফিকুল ইসলাম রনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, রহিমানাগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান মনির,বুরগী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ গাজী আল মাসুদ, তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ মাস্টার, বিশিষ্ট সমাজসেবক ডাঃ সৈয়দ আহমেদ রিফাহী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন,আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, মনোরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের,বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, উপজেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাইয়ুম মির্জা, ইউনিয়ন যুবদলের সভাপতি হোসাইন জাকিরসহ স্কাউট কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।