কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর গ্রামে রাতের অন্ধকারে বসতঘর পুড়ে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৯টার দিকে ওই গ্রামের বড়বাড়ির মহসিনের বসতঘরে কে বা কাহারা আগুন লাগিয়ে দিলে বসতঘরটি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ মহাসিনের স্ত্রী কুহিনুর বেগম বাদী হয়ে শনিবার কচুয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে কুহিনুর বেগম জানান, আমি একজন গৃহিনী,আমার স্বামী ঢাকায় চাকুরী করে। আমি আমার সন্তানদের নিয়ে আমার স্বামীর বসত বাড়ীতে বসবাস করে আসছি। গত শুক্রবার দুপুরে স্বামীর বাড়ির থেকে বেড়ানের উদ্দেশ্যে একই উপজেলার ডুমুরিয়া বাবার বাড়িতে আসি ।
ওইদিন রাতে অজ্ঞাতনামা ব্যাক্তি ০১৫৪০৭৫১৬২৫ এবং ০১৫৭৭০২৫২৮৮ নাম্বার থেকে পর্যায়ক্রমে আমার মোবাইলে কল দিয়ে আমার স্বামীর বসত বাড়ীর ঘরের দরজা খোলার জন্য বলে। আমি অজ্ঞাতনামা ব্যাক্তির পরিচয় জানতে চাইলে সে আমাকে তাহার পরিচয় না দিয়া আমাকে কুপ্রস্তাব দিয়া অশ্লিল কথাবার্তা বলতে থাকে। আমি অজ্ঞাতনামা ব্যাক্তির এহেন কর্মকান্ডের প্রতিবাদ করায় অজ্ঞাতনামা ব্যাক্তি আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। সে জানায় আমি ঘরের দরজা না খোললে আমার স্বামীর বাড়ীর বসত ঘর আগুন দিয়া পুড়াইয়া দিবে মর্মে আমাকে হুমকি প্রদান করে মোবাইলের কল কেটে দেয়।
আমি বাপের বাড়িতে অবস্থানকালে শনিবার রাতে আমার দুর সম্পর্কের ভাগনি প্রিয়া আক্তার তাহার স্বামীর মোবাইল থেকে কল দিয়ে জানায় আমার স্বামীর বাড়ীতে একটি বসত ঘরে আগুল লাগিয়ে কে বা কাহারা পুড়িয়ে দিয়েছে। পরে সন্তাদেরকে নিয়ে স্বামীর বাড়িতে এসে দেখি বসতঘরের সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে প্রায় দেড় লক্ষ্য টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে।
তিনি আরো জানান, আমার বসতঘরটি পুড়িয়ে যাওয়ায় একদিকে ক্ষতিগ্রস্থ অপরদিকে অজ্ঞাতনামা ব্যাক্তিদের হুমকি-ধমকিতে আমি এবং আমার সন্তানদের নিরাপত্তাহীনতা ভোগছি।