চাঁদাবাজির অভিযোগে জামায়াতের রুকনকে বহিষ্কার

জাকির হোসেন

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে চাঁদা দাবির অভিযোগ ওঠায় জেলা জামায়াতে ইসলামির রুকন (সদস্য) জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছ থেকে চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

ফেসবুকে ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা যায়, জাকির হোসেনকে মাহমুদুল হাসান কত টাকা দেবেন বলে জিজ্ঞেস করছেন। জবাবে অভিযুক্ত জাকির বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং সমীর নামে একজনের বিষয় আছে উল্লেখ করেন। এ সময় মাহমুদুল হাসান মামলার খরচ আগে দুই লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন এবং আরও লাগবে কিনা জিজ্ঞেস করেন। এ ছাড়া এর আগে ওসির জন্য দেওয়া এক লাখ দিয়েছেন কিনা এ জিজ্ঞেস করেন। উত্তরে জাকির হোসেন বিবেচনা করে টাকা দেওয়ার কথা বলেন এবং মামলা ডিসক্লোজ করে দেওয়ার আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে জামায়াতে ইসলামীর রুকন জাকির হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে মুখ খুলছেন অনেকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ফেনী শহর শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতির পদ ব্যবহার করে শহরের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জামায়াতের সদ্য বহিষ্কৃত নেতা জাকির হোসেন বলেন, ‘আপনি হয়তো ভুল শুনেছেন, আমি এই ধরনের কিছু কখনও শুনিনি বা জানিও না।’

জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কার্যকলাপের জন্য তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগে ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের নামে চাঁদা আদায় করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেফতার করে পুলিশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সাংবাদিক মুনছুর আহমেদ বিপ্লবের মায়ের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ

চাঁদাবাজির অভিযোগে জামায়াতের রুকনকে বহিষ্কার

আপডেট: ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে চাঁদা দাবির অভিযোগ ওঠায় জেলা জামায়াতে ইসলামির রুকন (সদস্য) জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছ থেকে চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এ নিয়ে জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

ফেসবুকে ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা যায়, জাকির হোসেনকে মাহমুদুল হাসান কত টাকা দেবেন বলে জিজ্ঞেস করছেন। জবাবে অভিযুক্ত জাকির বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং সমীর নামে একজনের বিষয় আছে উল্লেখ করেন। এ সময় মাহমুদুল হাসান মামলার খরচ আগে দুই লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন এবং আরও লাগবে কিনা জিজ্ঞেস করেন। এ ছাড়া এর আগে ওসির জন্য দেওয়া এক লাখ দিয়েছেন কিনা এ জিজ্ঞেস করেন। উত্তরে জাকির হোসেন বিবেচনা করে টাকা দেওয়ার কথা বলেন এবং মামলা ডিসক্লোজ করে দেওয়ার আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে জামায়াতে ইসলামীর রুকন জাকির হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে মুখ খুলছেন অনেকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ফেনী শহর শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতির পদ ব্যবহার করে শহরের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জামায়াতের সদ্য বহিষ্কৃত নেতা জাকির হোসেন বলেন, ‘আপনি হয়তো ভুল শুনেছেন, আমি এই ধরনের কিছু কখনও শুনিনি বা জানিও না।’

জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কার্যকলাপের জন্য তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগে ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের নামে চাঁদা আদায় করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেফতার করে পুলিশ।