বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

প্রতিনিধির পাঠানো ছবি।

হাজীগঞ্জ বড়কুলে পদ্মলোচন সাহা জমিদার বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসব। বড়কুল সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ, মা-দূর্গা মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় উৎসব ১৪৩১ বাংলা সনের ৯ ফাল্গুন থেকে শুরু হয়ে ১৬ ফাল্গুন পর্যন্ত চলবে। বিশ্বশান্তি ও ভক্তদের আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষভাবে আয়োজিত এই উৎসব সকল ধর্মপ্রাণ মানুষের জন্য উন্মুক্ত।

আয়োজকরা জানায়, শ্রীমদ্ভাগবত পাঠ ও কথা প্রবচন ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ ও কথা প্রবচন অনুষ্ঠিত হবে।

অধিবাস ও নামযজ্ঞ সূচনা: ১২ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব, গঙ্গা আহ্বান, ঘটস্থাপন ও কীর্তনসহ নামযজ্ঞের শুভ অধিবাস সম্পন্ন হবে।

২৪ প্রহর নামযজ্ঞ: ১৩ থেকে ১৫ ফাল্গুন (২৬-২৮ ফেব্রুয়ারি) ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয়ে টানা তিন দিনব্যাপী অহরহ শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠা দিবস: ১৬ ফাল্গুন (১ মার্চ ) সকাল ৬টায় প্রাতঃকালীন পূজা, তুলসী প্রদান, বাল্যভোগ, শ্রীমদ্ভাগবতগীতা পাঠ, চণ্ডীপাঠ ও রাজভোগ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে।

উৎসবের বিশেষ আকর্ষণ শ্রী গোপীনাথ দাশ ব্রহ্মচারী (ভাঙ্গা, ফরিদপুর) ও শ্রী সঞ্জয় চক্রবর্তী (মতলব, চাঁদপুর) শ্রীমদ্ভাগবত কথা প্রবচনে অংশ নেবেন।
পঞ্চপান্ডব গীতা সংঘ (মদন মোহন গোস্বামী) অধিবাস কীর্তন পরিচালনা করবেন। প্রতিদিন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

বড়কুল সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ, মা-দূর্গা মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ভক্তবৃন্দ সকল নামপ্রেমী ভক্তদের এই উৎসবে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

এই উৎসবের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক শান্তি ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করবেন। সকলের উপস্থিতি ও সহযোগিতা কাম্য।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

আপডেট: ১১:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

হাজীগঞ্জ বড়কুলে পদ্মলোচন সাহা জমিদার বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসব। বড়কুল সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ, মা-দূর্গা মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় উৎসব ১৪৩১ বাংলা সনের ৯ ফাল্গুন থেকে শুরু হয়ে ১৬ ফাল্গুন পর্যন্ত চলবে। বিশ্বশান্তি ও ভক্তদের আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষভাবে আয়োজিত এই উৎসব সকল ধর্মপ্রাণ মানুষের জন্য উন্মুক্ত।

আয়োজকরা জানায়, শ্রীমদ্ভাগবত পাঠ ও কথা প্রবচন ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ ও কথা প্রবচন অনুষ্ঠিত হবে।

অধিবাস ও নামযজ্ঞ সূচনা: ১২ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব, গঙ্গা আহ্বান, ঘটস্থাপন ও কীর্তনসহ নামযজ্ঞের শুভ অধিবাস সম্পন্ন হবে।

২৪ প্রহর নামযজ্ঞ: ১৩ থেকে ১৫ ফাল্গুন (২৬-২৮ ফেব্রুয়ারি) ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয়ে টানা তিন দিনব্যাপী অহরহ শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠা দিবস: ১৬ ফাল্গুন (১ মার্চ ) সকাল ৬টায় প্রাতঃকালীন পূজা, তুলসী প্রদান, বাল্যভোগ, শ্রীমদ্ভাগবতগীতা পাঠ, চণ্ডীপাঠ ও রাজভোগ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে।

উৎসবের বিশেষ আকর্ষণ শ্রী গোপীনাথ দাশ ব্রহ্মচারী (ভাঙ্গা, ফরিদপুর) ও শ্রী সঞ্জয় চক্রবর্তী (মতলব, চাঁদপুর) শ্রীমদ্ভাগবত কথা প্রবচনে অংশ নেবেন।
পঞ্চপান্ডব গীতা সংঘ (মদন মোহন গোস্বামী) অধিবাস কীর্তন পরিচালনা করবেন। প্রতিদিন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

বড়কুল সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ, মা-দূর্গা মন্দির ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ভক্তবৃন্দ সকল নামপ্রেমী ভক্তদের এই উৎসবে অংশগ্রহণ ও সহযোগিতা করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

এই উৎসবের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক শান্তি ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করবেন। সকলের উপস্থিতি ও সহযোগিতা কাম্য।