পঞ্চম শ্রেণির ২ শিক্ষার্থীর মারধরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ছবি-নতুনেরকথা।

নাটোরের সিংড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার দুপুর দেড়টার দিকে সিংড়া উপজেলার একটি স্কুলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সহপাঠী শিক্ষার্থীরা বলেন, ফুটবল খেলা নিয়ে গণ্ডগোল হলে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী মিলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বুকের উপর উঠে গলা চেপে ধরে। এতে সে গুরুতর আহত হয়।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রহিদুল ইসলাম রঞ্জু জানান, বিদ্যালয়ের কাজে সিংড়ায় ছিলাম। বিদ্যালয়ের ৪ জন শিক্ষকের মধ্যে ৩ জন উপস্থিত ছিলেন। টিফিন পিরিয়ড হওয়ায় শিক্ষকরা নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। এসময় প্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। হঠাৎ ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তাদের মারধরে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ ঘটনাটি নিশ্চিত করে বলেন, টিফিন পিরিয়ডে খেলাধুলার সময় শিক্ষার্থীদের মারামারিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

হাজীগঞ্জ সবুজ সংঘের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পঞ্চম শ্রেণির ২ শিক্ষার্থীর মারধরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট: ০৭:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

নাটোরের সিংড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার দুপুর দেড়টার দিকে সিংড়া উপজেলার একটি স্কুলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সহপাঠী শিক্ষার্থীরা বলেন, ফুটবল খেলা নিয়ে গণ্ডগোল হলে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী মিলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বুকের উপর উঠে গলা চেপে ধরে। এতে সে গুরুতর আহত হয়।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রহিদুল ইসলাম রঞ্জু জানান, বিদ্যালয়ের কাজে সিংড়ায় ছিলাম। বিদ্যালয়ের ৪ জন শিক্ষকের মধ্যে ৩ জন উপস্থিত ছিলেন। টিফিন পিরিয়ড হওয়ায় শিক্ষকরা নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। এসময় প্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। হঠাৎ ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তাদের মারধরে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ ঘটনাটি নিশ্চিত করে বলেন, টিফিন পিরিয়ডে খেলাধুলার সময় শিক্ষার্থীদের মারামারিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।