• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২১ অক্টোবর, ২০২৩

ইসরাইল হামাসের সংঘাত বন্ধে করণীয় নিয়ে আজ মিসরের কায়রোতে বসছে শান্তি সম্মেলন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ইসরাইল হামাসের সংঘাত বন্ধে করণীয় নিয়ে আজ মিসরের কায়রোতে বসছে শান্তি সম্মেলন। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ সউকরি বলেছেন, গাজা উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সম্মেলন।

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

এই সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্ডানের রাজা আবদুল্লাহ, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতের যুবরাজ শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিদেস, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিনসহ আরও অনেকে।

গত ১৪ দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আরব বিশ্বসহ জাতিসংঘের আহ্বানের পরও থামছে না ইসরাইলি আগ্রাসন। এদিকে গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় এক হাজার ৪০০ জন নিহত হন।

সূত্র: আলজাজিরাইসরাইল হামাসের সংঘাত বন্ধে করণীয় নিয়ে আজ মিসরের কায়রোতে বসছে শান্তি সম্মেলন। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ সউকরি বলেছেন, গাজা উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সম্মেলন।
Advertisement

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

এই সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, জর্ডানের রাজা আবদুল্লাহ, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, কুয়েতের যুবরাজ শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিদেস, দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিনসহ আরও অনেকে।

গত ১৪ দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আরব বিশ্বসহ জাতিসংঘের আহ্বানের পরও থামছে না ইসরাইলি আগ্রাসন। এদিকে গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় এক হাজার ৪০০ জন নিহত হন।

সূত্র: আলজাজিরা

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!