মৃত্যুর ১১দিন পর মালয়েশিয়ায় নিহত প্রবাসী রবিউল আঠিয়ার লাশ দেশে এসে পৌছেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার লাশটি গ্রহণ করে স্বজনরা। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের আঠিয়া বাড়ির মৃত আব্দুল কাদের আঠিয়ার ছেলে।
আগামিকাল বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রবিউল আঠিয়ার মরদেহ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এর আগে তিনি গত ১৬ এপ্রিল (শুক্রবার) বিকালে মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ৩টার দিকে মৃত্যুবরণ করেন।
নিহতের স্বজন মো. মেহেদী হাসান জানান, গত ১৬ এপ্রিল, শুক্রবার মালয়েশিয়ায় জুমার নামাজ শেষে নিজ বাসায় ফেরেন মামা রবিউল আঠিয়া। ওই দেশের সময় ৩টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে সাথে থাকা লোকজন স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পারিবারিক স্বচ্ছলতার আশায় মামা রবিউল আঠিয়া ঋণ করে মালয়েশিয়া গিয়েছিলেন। কিন্তু ঋণ পরিশোধের আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমান। তিনি বলেন, রবিউলের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।