• ঢাকা
  • মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ মার্চ, ২০২৪

রমজানের তৃতীয় জুমায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মুসল্লিদের ঢল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
রমজানের তৃতীয় জুমায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা সড়কে নামাজ আদায় করছে মুসল্লিরা।

রমজানের তৃতীয় জুমার নামাজ শান্তিপূর্ণভাবে আদায় করেছেন মুসল্লিরা। এর আগে নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে। নির্ধারিত সময়ের আগেই ধর্মপ্রাণ মুসলিমরা আসতে থাকেন মসজিদে। আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ।

তার আগে বেলা ১১টা থেকেই মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে দেখা যায়। তখনো আজান দিতে প্রায় ১ ঘণ্টার মতো বাকি। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে দূরদূরান্ত থেকে অর্ধলক্ষাধীক মুসল্লি জুমার নামাজ আদায় করতে মসজিদে আসেন। চাঁদপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের নিজের সন্তানসহ স্বজনদের নিয়ে আসতে দেখা যায়।

জুমার নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা। পরে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন তারা। এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

এদিকে নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে পর্যাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!