মতলব উত্তরে পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু

  • আপডেট: ১১:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ৪৩

ছবি-নতুনেরকথা।

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়ীতে এই ঘটনা ঘটে। সামিউল ও সামিয়া ওই বাড়ীর মো. পারভেজ হাসানের সন্তান।

সামিউলের স্বজন জানান, প্রতিদিনের ন্যায় বিকালে বাড়ীতে খেলা করছিল তারা। খেলতে গিয়ে এক সময় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের অনেক খোঁজা খুঁজি করে। পরে পুকুরে পানিতে ভাসতে দেখে বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার পূর্বেই দুই শিুশুর মৃত্যু হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুইজন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে সঠিক। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।

Tag :
সর্বাধিক পঠিত

শাহসুফী আলহাজ্ব আজগর আলী পাটওয়ারী (রঃ) এর ৬৩তম ওফাত বার্ষিকী উপলক্ষ্যে বাৎসরিক ওরুছ মাহফিল রবিবার

মতলব উত্তরে পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু

আপডেট: ১১:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়ীতে এই ঘটনা ঘটে। সামিউল ও সামিয়া ওই বাড়ীর মো. পারভেজ হাসানের সন্তান।

সামিউলের স্বজন জানান, প্রতিদিনের ন্যায় বিকালে বাড়ীতে খেলা করছিল তারা। খেলতে গিয়ে এক সময় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের অনেক খোঁজা খুঁজি করে। পরে পুকুরে পানিতে ভাসতে দেখে বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার পূর্বেই দুই শিুশুর মৃত্যু হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুইজন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে সঠিক। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।