মতলব উত্তরে ফরাজীকান্দি মাদ্রাসা কেন্দ্রে নকল করার দায়ে ২ পরীক্ষার্থী বহিস্কার

  • আপডেট: ১১:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ০ Views

সারাদেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ছিল ইংরেজি ২য় ও দাখিলে ছিল গণিত বিষয়ে পরীক্ষা। দাখিলে গণিত বিষয়ে পরীক্ষা দেওয়ার সময় নকল করার দায়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২ জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার ফরাজীকান্দি উয়েসিয়া কামিল (এম.এ) মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই কেন্দ্রে দাখিলে গণিত বিষয়ে পরীক্ষা দেওয়ার সময় ফরাজীকান্দি উয়েসিয়া কামিল (এম.এ) মাদ্রাসার পরীক্ষার্থী মোঃ সোহান মিয়া ও দশানী আলআমিন বোরহানুল উলূম দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ আঃ কাদির জিলানী অসাধুপায় অবলম্বন (নকল) করেন। নকল করার সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদেরকে কেন্দ্র থেকে বহিষ্কার আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

ইউএনও বলেন, সুষ্ঠু পরীক্ষা গ্রহণে কারো সাথে কোনরকম আপোষ নেই। নকলের সঙ্গে যাকেই যুক্ত পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে পরীক্ষার্থী হোক বা শিক্ষক।

ফরাজীকান্দি উয়েসিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে আছেন ওই মাদ্রাসার অধ্যক্ষ আতাউল করিম।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

মতলব উত্তরে ফরাজীকান্দি মাদ্রাসা কেন্দ্রে নকল করার দায়ে ২ পরীক্ষার্থী বহিস্কার

আপডেট: ১১:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সারাদেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ছিল ইংরেজি ২য় ও দাখিলে ছিল গণিত বিষয়ে পরীক্ষা। দাখিলে গণিত বিষয়ে পরীক্ষা দেওয়ার সময় নকল করার দায়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২ জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার ফরাজীকান্দি উয়েসিয়া কামিল (এম.এ) মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই কেন্দ্রে দাখিলে গণিত বিষয়ে পরীক্ষা দেওয়ার সময় ফরাজীকান্দি উয়েসিয়া কামিল (এম.এ) মাদ্রাসার পরীক্ষার্থী মোঃ সোহান মিয়া ও দশানী আলআমিন বোরহানুল উলূম দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ আঃ কাদির জিলানী অসাধুপায় অবলম্বন (নকল) করেন। নকল করার সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদেরকে কেন্দ্র থেকে বহিষ্কার আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

ইউএনও বলেন, সুষ্ঠু পরীক্ষা গ্রহণে কারো সাথে কোনরকম আপোষ নেই। নকলের সঙ্গে যাকেই যুক্ত পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে পরীক্ষার্থী হোক বা শিক্ষক।

ফরাজীকান্দি উয়েসিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে আছেন ওই মাদ্রাসার অধ্যক্ষ আতাউল করিম।