পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহসহ নানান অনিয়মের কারণে মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে কেন্দ্রসচিবসহ সকল শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানের পিয়ন গিয়াসউদ্দিনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার মাদরাসার গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালিন সময়ে মাদরাসার অফিস সহকারি গিয়াসউদ্দিন বারে বারে বাহিরে পরীক্ষা কেন্দ্র থেকে বাহিরে যাওয়ার কারণে সন্দেহ হওয়ায় তাকে আটক করে তার কাছ থেকে নকলের ফটোকপি উদ্ধার করা হয়। এ সময় কম্পিউটার দোকানটি সীলগালা করা হয় এবং অফিস সহকারি গিয়াসউদ্দিনকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্র নকল সরবরাহের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল সরবরাহের প্রমাণ পাওয়ায় পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যে দোকান থেকে ফটোকপি করা হয়েছে ওই দোকানটি সীলগালা করা হয়েছে।
৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয় শিক্ষকরা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।