ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে ভিমরুলের কামড়ে একজন নিহত, আহত তিন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর বড় দুর্গাপর গ্রামে ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এতে তার স্ত্রী সেলিনা আক্তার, তাদের মেয়ে ও জামাতা আহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে ৪টার দিকে মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষ বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সালামত মিয়াজি উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি আলোর সন্ধান বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন। এতে তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যান্যরা মারাত্মক অসুস্থ হয়ে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকালে তিনি তার স্ত্রীসহ মেয়ের বাড়ি ঘাসিরচরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে ঘোষ বাড়িসংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়া কামড়ায়। একপর্যায়ে স্ত্রীর অবস্থা বেগতিক দেখে সালামত নিজেকে রক্ষা করে মেয়ের বাড়ি থেকে কাঁথা এনে স্ত্রীকে জড়িয়ে ধরেন। এ সময় আবারও ভিমরুলের উপর্যুপরি আক্রমণে তারা দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাদেরও জিদ্দি ভিমরুল কামড়ে আহত করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসা সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মানিক জানান, ঘটনাটি হৃদয়বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পরে আহত সালামত মিয়াজিসহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য পাঠানো হয়। তার মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ভিমরুলের কামড়ে গুরুতর আহত সালামত মিয়াজিসহ চার জন হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেছি। এর মধ্যে সালামত মিয়াজির মৃত্যুর খবর শুনেছি।’

 

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম-দধি তৈরী, ব্যবসায়ীকে জরিমানা

মতলবে ভিমরুলের কামড়ে একজন নিহত, আহত তিন

আপডেট: ১১:১৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর বড় দুর্গাপর গ্রামে ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এতে তার স্ত্রী সেলিনা আক্তার, তাদের মেয়ে ও জামাতা আহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে ৪টার দিকে মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষ বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সালামত মিয়াজি উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি আলোর সন্ধান বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন। এতে তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যান্যরা মারাত্মক অসুস্থ হয়ে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকালে তিনি তার স্ত্রীসহ মেয়ের বাড়ি ঘাসিরচরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে ঘোষ বাড়িসংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়া কামড়ায়। একপর্যায়ে স্ত্রীর অবস্থা বেগতিক দেখে সালামত নিজেকে রক্ষা করে মেয়ের বাড়ি থেকে কাঁথা এনে স্ত্রীকে জড়িয়ে ধরেন। এ সময় আবারও ভিমরুলের উপর্যুপরি আক্রমণে তারা দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাদেরও জিদ্দি ভিমরুল কামড়ে আহত করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসা সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মানিক জানান, ঘটনাটি হৃদয়বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পরে আহত সালামত মিয়াজিসহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য পাঠানো হয়। তার মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘ভিমরুলের কামড়ে গুরুতর আহত সালামত মিয়াজিসহ চার জন হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেছি। এর মধ্যে সালামত মিয়াজির মৃত্যুর খবর শুনেছি।’