notunerkotha.com
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘শাহেনশাহ’ আগামী ৪ অক্টোবর মুক্তি পাচ্ছে না। ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে। বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
এর আগে, একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা হলেও শেষ সময়ে এসে মুক্তির তারিখ স্থগিত করেছেন প্রযোজক। সর্বশেষ নতুন তারিখ ঠিক হয়েছিলো ৪ অক্টোবর। কিন্তু শেষ সময়ে এসে এবারও মুক্তির তারিখ পেছালো।
এ ব্যাপারে সেলিম খান জানান, ঢাকাসহ সারাদেশে সরকারের শুদ্ধি অভিযান চলছে, এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল। দেশের মানুষের নজর এখন এই ইস্যুতে। এছাড়া বৃষ্টি ও পেক্ষাগৃহ মালিকদের অনাগ্রহের কারণে ছবিটি এখন মুক্তি দিতে চাইছি না।
শামীম আহমেদ রনি পরিচালিত শাহেনশাহ ছবির মূখ্য চরিত্রে শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত ছাড়া অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি।