কৃষিকে আমাদের টিকিয়ে রাখতেই হবে: রফিকুল ইসলাম বীরউত্তম

  • আপডেট: ০১:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • ৭৫

বিমেষ প্রতিনিধি ॥ চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, কৃষিকে আমাদের টিকিয়ে রাখতেই হবে। পৃথিবীতে আর সবকিছু বন্ধ হলেও কৃষি খাতকে বন্ধ করা যাবে না। এমনকি যুদ্ধ, বিগ্রহ ও ধ্বংস হলেও কৃষিকে টিকিয়ে রাখতে হবে। কৃষিতে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে আমাদের মানুষ বাঁচবে। সে ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার কৃষি উৎপাদনের উপর জোর দিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন জমি পতিত থাকতে পারবে না, ফসল উৎপাদন করতে হবে। তিনি নির্দেশনা দিয়েছেন কৃষি জমি ব্যবহার করে ইটভাটা, বাড়ী ঘর কিংবা অন্য কোন স্থাপনা করা যাবে না। সরকারের এই নির্দেশনাগুলো আমাদের সকলের গুরুত্বসহকারে বাস্তবায়ন করতে হবে।

বক্তব্য পূর্বে এমপি’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন। সবশেষে তিনি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপে এলএলপি পাম্প বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিলরুবা খানম। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।

উপস্থিত ছিলেন চাঁদপর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, সাংগঠনিক সম্পাদক হাজী জসিম, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কৃষিকে আমাদের টিকিয়ে রাখতেই হবে: রফিকুল ইসলাম বীরউত্তম

আপডেট: ০১:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

বিমেষ প্রতিনিধি ॥ চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, কৃষিকে আমাদের টিকিয়ে রাখতেই হবে। পৃথিবীতে আর সবকিছু বন্ধ হলেও কৃষি খাতকে বন্ধ করা যাবে না। এমনকি যুদ্ধ, বিগ্রহ ও ধ্বংস হলেও কৃষিকে টিকিয়ে রাখতে হবে। কৃষিতে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে আমাদের মানুষ বাঁচবে। সে ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার কৃষি উৎপাদনের উপর জোর দিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন জমি পতিত থাকতে পারবে না, ফসল উৎপাদন করতে হবে। তিনি নির্দেশনা দিয়েছেন কৃষি জমি ব্যবহার করে ইটভাটা, বাড়ী ঘর কিংবা অন্য কোন স্থাপনা করা যাবে না। সরকারের এই নির্দেশনাগুলো আমাদের সকলের গুরুত্বসহকারে বাস্তবায়ন করতে হবে।

বক্তব্য পূর্বে এমপি’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন। সবশেষে তিনি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপে এলএলপি পাম্প বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিলরুবা খানম। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম।

উপস্থিত ছিলেন চাঁদপর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, সাংগঠনিক সম্পাদক হাজী জসিম, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।