চাঁপুরের হাজীগঞ্জের এনায়েতপুর ও ধোপল্লা গ্রামে কুকুরকে মারা নিয়ে সহিংসতার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
০৩ এপ্রিল রাতে শাহরাস্তি উপজেলার এনায়েতপুর এলাকায় মজুমদার বাড়ি এবং বাজার কমিটির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এই খবরে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানের পর অভিযান পরিচালনা করে হাসান (২৯) এবং মেহেদী (২২) নামক সহিংসতাকারীকে আটক করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন রয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে আরো বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।