হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম।
প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আয়েশা বেগম, সিনিয়র শিক্ষক উম্মে শায়খা দিলরুবা দিপ্তি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. আবদুল ছাত্তার।
সহকারী প্রধান শিক্ষক আকবার হোসেনের উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, শিরিনা আক্তার, মো. মিজানুর রহমান তুহিন ও মো. ইউনুছ মিয়া, পরিক্ষার্থীদের মধ্যে ফারহানা আক্তার, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে জাবিহা আক্তার, জেবা তাসনিয়াহ সুমাইয়া ও পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, পরিক্ষার্থী মার্জিয়া আদ্রিতা অধরা।
বক্তব্য শেষে পরিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সাব-রেজিস্টার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. মো. নুরুল্লাহ। এসময় বিশেষ অতিথি হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যামন্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।