নার্সদের নিয়ে কটূক্তির অভিযোগ এনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা-পরিচালক মাকসুরা নূরের পদত্যাগ এবং মহা-পরিচালকসহ সকল পদে নার্সদের পদায়নের দাবিতে হাজীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফাররা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজার পুতুল মজুমদারের সভাপতিত্বে কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স রুপালি আক্তার ও আয়েশা আক্তার। তারা বলেন, নার্সদের নিয়ে মাকসুরা নূরের জঘন্য কটুক্তি মেনে নেওয়া যাওয়া না। অবিলম্বের তাঁকে পদত্যাগ করতে হবে। আর তিনি পদত্যাগ না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
সরকারের দৃষ্টি কামনা করেন তারা আরও বলেন, নার্সদের মধ্যে গ্রাজ্যুয়েট ও পোস্ট গ্রাজ্যুয়েট এমনকি পিএইচডিধারী রয়েছেন। তাই নার্সদের মধ্য থেকে যোগ্যদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা-পরিচালকসহ অন্যান্য সকল পদে পদায়ন করতে হবে। অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে কর্মকর্তা এনে আমাদের নার্সিং ও মিডওয়াইফারিতে পদায়ন দেখতে চাইনা।
সিনিয়র স্টাফ নার্স হাফসা আক্তার বৃষ্টির উপস্থাপনায় মানববন্ধনে সিনিয়র স্টাফ নার্স পেয়ারা আক্তার, শেপালী রানী সূত্রধর, সপ্না রানী দেবী, রাশিদা আক্তার, ইভা রানি আর্চায্য, অমর কৃষ্ণ, তৃষা নাথ, মর্জিনা আক্তার, হালিমা আক্তার, নিপা আক্তার, খালেদা আক্তার, পপি ক্রোশ, শারমিন আক্তার, কুলসুম আক্তার, অন্তরা সরকার, সাবিকুন্নাহার, সুমি আক্তার, খাদিজা আক্তার, ফারজানা আক্তার, শামিমা আক্তার, রুপালি আক্তার ও মানছুরা আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়াও মিডওয়াইফ তাহমিনা আক্তার, ফারাজানা হাফসা, ফাতেমা আক্তার, সহকারী নার্স হাতেম মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা-পরিচালকের একটি কটূক্তিমূলক বক্তব্যের অডিও গত ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নার্সদের অভিযোগ, ওই অডিওতে মহা-পরিচালক তাঁদের পেশাকে ছোট করে বক্তব্য দিয়েছেন।