হাজীগঞ্জের আল্-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. ইউসুফ পাটওয়ারী, শিক্ষানুরাগী কামাল মো. হোসেন মিয়াজী, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. শাহজাহান ও সিনিয়র শিক্ষক মো. কামরুজ্জামান।
এসময় অধ্যয়নরতদের মধ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন, শিক্ষার্থী ইভা আক্তার ও বিদায়ী মানপত্র পাঠ করেন, পরীক্ষার্থী তাসনিম সুলতানা মীম। বক্তব্য শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদারের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সহকারী শিক্ষক মো. দিদারুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্বে পরীক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন, আলহাজ্ব মাও. ফজলুল হক এবং মিলাদ পরিচালনা করেন মাও. আবুল বাসার। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী সীমা আক্তার এবং হাম ও নাত পরিবেশন করেন হাবিবা আক্তার।
এসময় শিক্ষানুরাগী হুমায়ুন তালুকদার, এমরান হোসেন, কাজী আব্দুর কাদের, নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।