• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ১২ অক্টোবর, ২০২১

প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এদিকে প্রস্তুতি ম্যাচের আগে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন ফরম্যাটেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। তবে পিঠের ব্যাথার কারণে আজকের ম্যাচ খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদ। আর আইপিএলের প্লে অফ খেলায় দলের সঙ্গে পরে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজকের ম্যাচের পর ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। পরে ওমানে ফিরে যাবে দল। এর পর ১৬ অক্টোবর একবেলা অনুশীলন করে ১৭ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সবশেষ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ রয়েছে মাহমুদউল্লাহ বাহিনীর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!