• ঢাকা
  • বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৪ আগস্ট, ২০২৩

মাদক ও ইভটিজিং প্রতিরোধে মোহাম্মদপুরে টিভিকাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

জহির হোসেন॥
মাদক ও ইভটিজিং প্রতিরোধে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ডে-নাইট টিভিকাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।

এসময় তিনি উপস্থিতির কিশোর ও যুবকদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। মোহাম্মদপুর পশ্চিমপাড়া হারেছ মেম্বারের বাড়ির সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হারেছ সর্দার, সাধারণ সম্পাদক গাজী ওলিউল্যাহ্, হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম।

চাঁদপুর আইনজীবি সহকারী সমিতির সাবেক সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আলী আহমেদ ভুইয়া, পেশাজীবি সমাজ কেন্দ্রীয় কমিটির য্গ্মু আহবায়ক জহির হোসাইন টিপু, ইউপি সদস্য হানিফ সর্দার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম বেপারীসহ বিল্লাল হোসেন, মো. জহির হোসেন ও ইউসুফ আরাফাত প্রমুখ।

সৌদিআরবের হাইল কেন্দ্রীয় আওয়ামী লীগের আহবায়ক মো. আকতার হোসেন নসুর সৌজন্যে এবং মো. ইউসুফ সর্দার, মো. শরীফ হোসেন, মো. রহমত উল্যাহ্, মো. শাহপরান সর্দার, মো. হাবিবুর রহমান, ফাহাদ ভুইয়া, আবু নাছের রবিন ও মো. মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোস্তফা কামাল।

উল্লেখ্য, খেলায় ১৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনাল খেলায় চাঁদপুর কিংস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফরাজী একাদশ। এর আগে গত শুক্রবার (১১ আগস্ট) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর