• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০

কচুয়ায় ড.জালাল আলমগীর শুভ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ইসমাইল হোসেন বিপ্লব:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির জৈঠ্য পুত্র মরহুম ড. জালাল আলমগীর শুভ’র স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট খেলায় আজ যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তারা আগামী দিনের সম্পদ ও ভবিষ্যৎ। বাংলাদেশের ছেলেরা আর পিছিয়ে নেই। আজ বাংলাদেশের ছেলেরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ফুটবল ও ক্রিকেট খেলায় গৌরব অর্জন করেছেন। সদ্য যুবদল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়ে বিশ্ব কাছে গৌরব অর্জন করেছেন বাংলাদেশের ছেলেরা । আজ যারা গুলবাহার যুবসমাজের উদ্যোগে ড.জালাল আলমগীর শুভ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় খেলোয়ার হিসেবে অংসগ্রহন করেছেন,তাঁরা একদিন বড় ধরনের খেলোয়াড় হবে এ প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, খেলাধুলা ছেলেদের শারীরিক গঠন বৃদ্ধি করতে সহায়তা করে। তাদের মন মানসিকতা ঠিক রাখে। তাই পড়াশুনা পাশাপাশি ছেলেদের খেলাধুলার প্রয়োজন রয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই জমজমাট একটি ক্রিকেট খেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে আন্তরিক ভাবে অভিনন্দন জানান।

গতকাল শুক্রবার বিকালে উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে গুলবাহার যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু, পালাখাল মডেল ইউনিয়ন চেয়ারম্যান মো.ইমাম হোসেন সোহাগ, কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, অনুভব চৌধুরী স্পটিং ক্লাবের সাধারন সম্পাদক মো. রিয়াদ হোসেন চৌধুরীর, বিশিষ্ট আইনজীবি ও এনায়েতপুর আনন্দ স্পর্টিং ক্লাবের সভাপতি অ্যাড. নাদিম তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মুক্তার খান, কাদলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. হামিদ খান প্রমুখ। এসময় যুবলীগ নেতা জগ্লু পাশা খান, ছাত্রলীগ নেতা মো. রোকন খান, মোশারেফ খান শ্রাবন, শাহ পরান মজুমদান, মো. মিরাজ হোসেনসহ ক্রিকেট প্রেমি ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।পরে ফাইনাল খেলায় মদ্দিরবাগ সুপার স্টারক্লাব হারিয়ে এনেয়াতপুর আনন্দ স্পর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!