• ঢাকা
  • রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৭ নভেম্বর, ২০১৯

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের জেএসসি কেন্দ্রের হল সুপার বহিস্কার

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাজীগঞ্জ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯॥
চাঁদপুর হাজীগঞ্জের রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার কেন্দ্রের হল সুপার মানিক রঞ্জন সরকারকে বহিস্কার করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া। বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্রের বাহিরে সংযোগসহ এ্যান্ড্রোয়েড মোবাইল পাওয়ায় তাকে বহিস্কার করা হয়।

মানিক রঞ্জন সরকার মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিইও মো. নাসির উদ্দিন মুঠো ফোনে জানান, তাকে ২টি অপরাধের কারণে বহিস্কার করা হয়েছে। ১. তার কাছে পরীক্ষা চলাকালিন সময়ে মোবাইল পাওয়া গেছে। ২. সে কেন্দ্রের বাহিরে মোবাইল ফোনে সংযোগে ছিল।

উপজেলা নির্বাহী অফিসার জানান, পরীক্ষা চলাকালিন সময়ে সে পরীক্ষার কেন্দ্রের বাহিরে মোবাইল নিয়ে আসা যাওয়া করায় তাকে জেএসসি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর
error: Content is protected !!