• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০১৯

লঘুপাপে গুরুদণ্ড পেলো সাকিব, ১ বছরের জন্য নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ক্রীড়া ডেস্ক:

দুর্নীতিবিরোধী নিয়ম লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে মঙ্গলবার দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

তবে নিষেধাজ্ঞার একটি বছর আবার স্থগিতও করা হয়েছে। সাকিব নিজের দোষ স্বীকার করে আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়ায় এক বছর পর ২০২০ সালের ২৯ অক্টোবর খেলায় ফিরতে পারবেন।

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসু তিনটি অভিযোগে বিশ্বসেরা অলরাউন্ডারকে এ শাস্তি দিল।

সাকিবের বিরুদ্ধে আনা তিন অভিযোগের মধ্যে রয়েছে- ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ (বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে) চলাকালে দুইবার জুয়ারিরা তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি বিষয়টি আইসিসিকে অবগত করেননি। একই বছরের ২৬ এপ্রিল আইপিএলে সান রাইজেস হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচেও জুয়ারি তার সাথে যোগাযোগ করেছিল, সে ব্যাপারেও আইসিসিকে অবগত করেনি সাকিব।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!