• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২২ অক্টোবর, ২০১৯

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা মুরশেদুল আলমের ক্রেস্ট গ্রহণ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরশেদুল আলম ভূঁইয়া চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম এর হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

মুরশেদুল আলম ভূঁইয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে মতলব উত্তর থানায় প্রায় দেড় বছর যাবৎ নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি এক লোক জমি বিক্রির টাকা নিয়ে আত্মগোপনে থেকে পরিজন দিয়ে থানায় গুমের মামলা দায়ের করেন। ওই লোককে ইন্সপেক্টর মুরশেদুল আলম ভূঁইয়া অত্যান্ত বিচক্ষণতার সঙ্গে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেন। এমন কিছু সফলতার জন্য তিনি চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) সকালে ডিআইজি কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মুরশেদুল আলম ভূঁইয়া এই বিশেষ সম্মাননায় ভূষিত হন। এ সময় চাঁদপুর জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম’সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!