• ঢাকা
  • সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ১২ আগস্ট, ২০১৯

গরু ছাগলের চামড়ার দাম নিয়ে হতাশ কোরবানি দাতারা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে পশুর চামড়ার আশাব্যঞ্জক দাম না পেয়ে হতাশ হয়েছে অনেকেই। আশানুরুপ দাম না পেয়ে অনেকেই ফ্রি মাদরাসায় ছামড়া দান করে দিয়েছে।

চাঁদপুরে সদরে ছামড়ার দাম পানির মতো। তেমনি জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজীগঞ্জেও নেই ছামড়ার দাম। সরকারি রেটের কাছেও নেই কোন ছামড়া ব্যবসায়ী। তবে এটিকে অনেকে সিন্ডিকেট হিসেবে দিখেছেন। হাজীগঞ্জে জনৈক বড় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা এবার ছামড়া কিনতে মাঠে  নেমেছে। অনেক কোরবানি দাতা টেলিফোনে নতুনেরকথাকে জানান ও রাজনৈতিক সিন্ডিকেটের কারণে হাজীগঞ্জের ছামড়ার দাম নেই।

খোঁজ নিয়ে জানাযায়, জেলার ৮টি উপজেলাতেই ছামড়ার মূল্য পানির দামে বিক্রয় করছে কোরবানিদাতারা। অনেকে রাগে ক্ষোভে ছামড়া ফ্রি মাদরাসায় দান করে দিচ্ছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!