• ঢাকা
  • শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মে, ২০১৯
সর্বশেষ আপডেট : ২২ মে, ২০১৯

তরমুজ মিষ্টি কিনা বুঝবেন যেভাবে

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
তরমুজ মিষ্টি কিনা বুঝবেন যেভাবে

চলছে গ্রীষ্মকাল। অসহনীয় গরম থাকার কারণে গ্রীষ্মকালে মানুষ তরমুজ খেতে খুবই পছন্দ করে। তবে এই ফলটি মিষ্টি না হলে খেতে খুব একটা ভালো লাগে না।

এজন্য জানতে হবে মিষ্টি তরমুজ কেনার কৌশল। চলুন দেখে নিই কিভাবে বুঝবেন তরমুজটি মিষ্টি কিনা-

তরমুজ কেনার সময় খেয়াল করে দেখবেন তরমুজের মাথার দিকে হলুদ রঙ ধরেছে কিনা। হলুদ রঙ থাকলে বুঝতে হবে তরমুজটি পাকা। আর পাকা হলে তা মিষ্টি তো হবেই।
তরমুজ কেনার সময় গায়ে টোকা দিন। ভারি আওয়াজ হলে বুঝবেন তরমুজ পেকে গেছে।
তরমুজ হাতে নেয়ার পরে যদি ভেতরটা ফাঁপা মনে হয় তাহলে বুঝতে হবে তরমুজ এখনও কাঁচা। আর কাঁচা তরমুজ মিষ্টি কম হয়।
পাকা তরমুজে প্রচুর রস থাকে। ফলে তরমুজ ভারি হয়।
যদি তরমুজ পুরো সমান হয়, তাহলে বুঝবেন পাকা হওয়ার সম্ভাবনা বেশি।
পাকা তরমুজ সাধারণত গাঢ়, কালচে হয় দেখতে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর
error: Content is protected !!