• ঢাকা
  • বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৬ অক্টোবর, ২০১৯

ডেল ইন্সপাইরেসন ১৫-৩৫৮০ রিভিউ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমান যুগে প্রযুক্তির আধিপত্য। তার মধ্যে ল্যাপটপ একটি বড় ভূমিকা পালন করছে। সহজে বহনযোগ্য হয়ায় স্টুডেন্টদের কাছে এটি অধিক জনপ্রিয়। এছাড়াও ছোট-বড় সব ধরনের ব্যাবসায়িক প্রতিষ্ঠানেও এর ব্যাবহার অনেক। ল্যাপটপ প্রস্তুতকারী কোম্পানিগুলোর মধ্যে ডেল অন্যতম।সাশ্রয়ী মূল্যের জন্য ডেল জনপ্রিয়। বর্তমানে ডেল এর একটি আকর্ষণীয় ল্যাপটপ হচ্ছে  ডেল ইন্সপাইরেসন ১৫-৩৫৮০। চলুন জেনে নেই কি আছে এই ল্যাপটপটিতে।

১। ইন্টেল কোর আই থ্রি ৮১৪৫ইউ প্রসেসর

২। ৪ গিগাবাইট ডিডিআর৪ র‍্যাম

৩। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন

৪। ১ টেরাবাইট হার্ড ডিস্ক

৫। ৩- সেল ৪২ ওয়াট ব্যাটারি

৬। প্রসেসর স্পীড ২.১ গিগা হার্টয

৬। ১.৬৬ কেজি ওজন

 

আকর্ষণীয় এই ল্যাপটপটি আপনি পাবেন মাত্র ৩৮,৫০০ টাকায়। এই ল্যাপটপটিতে ওয়ারেন্টি পাবেন ২ বছরের।

তথ্যসূত্রঃ বিডিস্টল , ডেল

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর
error: Content is protected !!