কচুয়ায় তুষার হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট: ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৪৯

কচুয়ায় তুষার হত্যাকান্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

ইসামইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষারের হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেফতার, ফাঁসি ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার কচুয়া-কালিয়াপাড়া সড়কের মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে তুষার হত্যাকান্ডের বিচার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, তুষারের মা তাসলিমা বেগম,চাচা মোশারফ হোসেন, ভাই আল-আমিন, এলাকাবাসীর পক্ষে জুবায়ের হোসেন রাসেল, ইমতিয়াজ আহমেদ রাব্বি, লাদেন মিয়াজী,আহমেদ শুভ,জিসান আহমেদ ও ফাহাদ হোসেন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন,নূর মোহাম্মদ তুষার কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাই।

তারা আরো জানান,তুষারের হত্যাকান্ডে জড়িত প্রেমিকা ফিমা আক্তার ও তার মা হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা জড়িত রয়েছে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত গ্রেপ্তার না করা হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য যে,কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষার ও একই উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে প্রেমিকা ফিমা আক্তারের (১৮) সাথে সোমবার দিবাগত রাতে দেখা করতে গেলে প্রেমিকার পরিবার ও বাড়ির লোকজন প্রেমিক তুষারকে আটক করে নির্যাতন করেন। তুষারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সোমবার ১ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় তুষারের মৃত্যু হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চাঁদপুরে বৈশাখী মেলার উদ্বোধন

কচুয়ায় তুষার হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট: ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

ইসামইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষারের হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেফতার, ফাঁসি ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার কচুয়া-কালিয়াপাড়া সড়কের মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে তুষার হত্যাকান্ডের বিচার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, তুষারের মা তাসলিমা বেগম,চাচা মোশারফ হোসেন, ভাই আল-আমিন, এলাকাবাসীর পক্ষে জুবায়ের হোসেন রাসেল, ইমতিয়াজ আহমেদ রাব্বি, লাদেন মিয়াজী,আহমেদ শুভ,জিসান আহমেদ ও ফাহাদ হোসেন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন,নূর মোহাম্মদ তুষার কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাই।

তারা আরো জানান,তুষারের হত্যাকান্ডে জড়িত প্রেমিকা ফিমা আক্তার ও তার মা হাসিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা জড়িত রয়েছে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত গ্রেপ্তার না করা হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য যে,কচুয়া উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষার ও একই উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে প্রেমিকা ফিমা আক্তারের (১৮) সাথে সোমবার দিবাগত রাতে দেখা করতে গেলে প্রেমিকার পরিবার ও বাড়ির লোকজন প্রেমিক তুষারকে আটক করে নির্যাতন করেন। তুষারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সোমবার ১ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় তুষারের মৃত্যু হয়।