চাঁদপুরে বৈশাখী মেলার উদ্বোধন

দপুরে বাংলা বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলার সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।

তিনি বক্তব্যে বলেন, এই নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে আমি বিশ্বাস করি সমাজে তাদের মর্যাদা বাড়বে। পারিবারিক জীবনে গুরুত্ব বাড়বে। এটি শুধুমাত্র নারীদের আয়োজন সে জন্য মেলার অনুমোদন দিয়েছি। আর এই মেলায় শুধুমাত্র চাঁদপুরের উদ্যোক্তারাই অংশগ্রহণ করতে পারবে। এর বাহিরে কাউকে পাওয়াগেলে মেলার অনুমোদন বাতিল হবে।


তিনি বলেন, আমাদের নৈতিক দায়িত্ব নারীদেরকে প্রমোট করা।

তিনি বর্ষবরণ উদযাপন প্রসঙ্গে বলেন, আমাদের চাঁদপুর স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হবে। আমি চেই সেদিন চাঁদপুরের সকল মানুষ অংশগ্রহণ করবে। আমাদের সংস্কৃতি কেন্দ্র একটি ভালোমানের শোভাযাত্রার চেষ্টা করছি। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভা যাত্রা।

এছাড়াও জেলা প্রশাসনের বর্ষবরণ উপলক্ষ্যে গ্রামীণ খেলাধুলাসহ প্রেসক্লাবের পিছনে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুড়ি উৎসব হবে।

চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মন, পরিচালক ফেরদৌসী বেগম আলো, জোহরা আনোয়ার হিরা, সদস্য রাখী সিনহা, তানিয়া ইসলামসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট মনিরা আক্তার বলেন, ১২ এপ্রিল থেকে এই মেলা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মেলাতে প্রায় অর্ধশত স্টল তৈরী করা হয়েছে। বহু উদ্যোক্তা তাদের পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও মেলাতে বিনোদনসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চাঁদপুরে বৈশাখী মেলার উদ্বোধন

চাঁদপুরে বৈশাখী মেলার উদ্বোধন

আপডেট: ১২:০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
দপুরে বাংলা বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলার সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।

তিনি বক্তব্যে বলেন, এই নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে আমি বিশ্বাস করি সমাজে তাদের মর্যাদা বাড়বে। পারিবারিক জীবনে গুরুত্ব বাড়বে। এটি শুধুমাত্র নারীদের আয়োজন সে জন্য মেলার অনুমোদন দিয়েছি। আর এই মেলায় শুধুমাত্র চাঁদপুরের উদ্যোক্তারাই অংশগ্রহণ করতে পারবে। এর বাহিরে কাউকে পাওয়াগেলে মেলার অনুমোদন বাতিল হবে।


তিনি বলেন, আমাদের নৈতিক দায়িত্ব নারীদেরকে প্রমোট করা।

তিনি বর্ষবরণ উদযাপন প্রসঙ্গে বলেন, আমাদের চাঁদপুর স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হবে। আমি চেই সেদিন চাঁদপুরের সকল মানুষ অংশগ্রহণ করবে। আমাদের সংস্কৃতি কেন্দ্র একটি ভালোমানের শোভাযাত্রার চেষ্টা করছি। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভা যাত্রা।

এছাড়াও জেলা প্রশাসনের বর্ষবরণ উপলক্ষ্যে গ্রামীণ খেলাধুলাসহ প্রেসক্লাবের পিছনে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুড়ি উৎসব হবে।

চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মন, পরিচালক ফেরদৌসী বেগম আলো, জোহরা আনোয়ার হিরা, সদস্য রাখী সিনহা, তানিয়া ইসলামসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট মনিরা আক্তার বলেন, ১২ এপ্রিল থেকে এই মেলা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মেলাতে প্রায় অর্ধশত স্টল তৈরী করা হয়েছে। বহু উদ্যোক্তা তাদের পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও মেলাতে বিনোদনসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।