মো. জামাল হোসেন:
চোখের জলে সাজুকে শেষ বিদায় জানিয়েছে হাজার হাজার মানুষ। দুটি সিএনজি স্কুটারের মুখোমুুখি সংঘর্ষে প্রাণ হারানো শাহরাস্তি উপজেলা বিএনপির নেতা শাহজাহান মজুমদার সাজুকে শেষবারের মতো বিদায় জানাতে তার বন্ধুমহল, শুভাকাঙ্ক্ষি ও রাজনৈতিক সমাজের হাজার হাজার লোক বৃহস্পতিবার সকাল ১০টায় মেহের ডিগ্রি কলেজ মাঠে সমবেত হয়। সকলের চোখে ছিল অশ্রু। হঠাৎ তার মৃত্যুর সংবাদে শাহরাস্তির আকাশ বাতাস ভারি হয়ে উঠে। সংবাদ পেয়েই সকলেই তার জানাজায় অংশ নিতে হাজির হয়। কয়েক হাজার লোকের অংশগ্রহণে সাজুকে শেষ বিদায় জানানো হয়।
লাকসাম উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্ম হলেও সাজুর লেখাপড়া ও রাজনৈতিক জীবনের সময়টুকু কেটেছে শাহরাস্তিতে। সর্বমহলে প্রশংসিত সাজু রাজনৈতিকভাবেও ছিল অনেকের কাছে প্রিয় মুখ। ২ কন্যা সন্তানের পিতা সাজু ছিল অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত।
শাহরাস্তিতে জানাজা শেষে তাকে লাকসাম উপজেলার নোয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আরেকটি জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শাহরাস্তি উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
জানাযার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, যুবদল নেতা জোবায়ের আহমেদ প্রমূখ।