শাহরাস্তিতে ড্রাম্প ট্রাকের চাপায় শিশু নিহত

  • আপডেট: ০৯:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫

ছবি-নতুনেরকথা

চাঁদপুরের শাহরাস্তিতে মিনি ডাম্প ট্রাকের ধাক্কায় তানভীর হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদের দক্ষিণ গেইটে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির হোসেন এন্টারপ্রাইজের একটি ডাম্প ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় শিশু তানভীর।

নিহত তানভীরের বাবা মো. আরিফ হোসেন শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চাকরি করেন। তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলায়। তিনি শাহরাস্তি উপজেলা পরিষদের সামনে একটি বাসায় ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শী মিরাজ হোসেন জানান, তানভীর তার বাসার সামনে সড়কের গতিরোধকের (স্পিড ব্রেকার) পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা ট্রাকটি তানভীরকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রাকটি আটক করা হয় এবং আহত তানভীরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সন্তানকে যা চাইবে তাই দিতে হবে তা কিন্তু নয়, তাই শিশুদের অভাব শিখাতে হবে; ইউএনও মো. ইবনে আল জায়েদ

শাহরাস্তিতে ড্রাম্প ট্রাকের চাপায় শিশু নিহত

আপডেট: ০৯:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে মিনি ডাম্প ট্রাকের ধাক্কায় তানভীর হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদের দক্ষিণ গেইটে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির হোসেন এন্টারপ্রাইজের একটি ডাম্প ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় শিশু তানভীর।

নিহত তানভীরের বাবা মো. আরিফ হোসেন শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চাকরি করেন। তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলায়। তিনি শাহরাস্তি উপজেলা পরিষদের সামনে একটি বাসায় ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শী মিরাজ হোসেন জানান, তানভীর তার বাসার সামনে সড়কের গতিরোধকের (স্পিড ব্রেকার) পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা ট্রাকটি তানভীরকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রাকটি আটক করা হয় এবং আহত তানভীরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।