শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি পেট্রোল পাম্প ও ২ টি অয়েল মিলসকে ৭০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। ১৮ ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নিরুপম মজুমদার ও বিএসটিআইয়ের অভিযানে এ অর্থদন্ড আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট নিরুপম মজুমদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় ও পরিদর্শক বিএসটিআই কুমিল্লা এর সহযোগিতায় উয়ারুক স্টেশনে অবস্থিত কাজী ফিলিং স্টেশন পেট্রোল পাম্পে পরিমাপে তেল কম দেয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ঠাকুর বাজারে অবস্থিত পাটোয়ারী অয়েল মিলসে পন্যর গায়ে সঠিকভাবে মোড়কজাত না করায় ১০ হাজার টাকা অর্থদন্ড ও একই অভিযোগে ঠাকুর বাজার সাহা অয়েল মিলসকে ১০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লা, শাহরাস্তি মডেল থানার একটি চৌকস দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগন।