• ঢাকা
  • সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২২
সর্বশেষ আপডেট : ৫ এপ্রিল, ২০২২

মতলব উত্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শণে ইউএনও

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধিঃ

মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেন ইউএনও গাজী শরিফুল হাসান।

৫ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে তিনি উপজেলার ফরাজীকান্দি ওয়াইসীয়া কামিল মাদ্রাসা, ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাড়ে পাঁচানী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা ও সাড়ে পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় সাড়ে পাঁচআনি হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রেবাত উল্লাহ, ফরাজীকান্দি ওয়াইসীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সোলাইমান ফকিহ, ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বাতেন প্রধান’সহ বিভিন্ন শিক্ষকগণের সাথে তিনি একথা বলেন।

এসময় উপজেলা নির্বাহি অফিসার বিভিন্ন শ্রেণী কক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কৌশল সরেজমিনে দাঁড়িয়ে উপলোকন করেন।

এ সময় তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের গৃহীত চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন। ফরাজিকান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসার নির্মাণাধীন ভবন, সাড়ে পাঁচানী হোসাইনী ফাজিল মাদ্রাসার বঙ্গবন্ধু কর্ণার এবং মাদ্রাসা চত্বরে নবনির্মিত শহিদ মিনার ঘুরে দেখেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!