চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. সাহাব উদ্দিন (২৬) নামে কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ২টার দিকে ওই গ্রামের পশ্চিম মাঠে ধান কাটার সময় এই ঘটনা ঘটে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
নিহত কৃষক উপজেলার ৮নম্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড লাউকরা গ্রামের মৃত এরাশাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, লাউকরা পশ্চিম মাঠে অন্যদের সাথে কৃষক সাহাব উদ্দিন ধান কাটতে যান। এ সময় তিনি বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সাথে থাকা অন্য কৃষকেরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যাক্তি বজ্রপাতের কারণে মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।