চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের অধীনস্ত ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাকান্দা গ্ৰামে উভয় পাশ থেকে বেআইনীভাবে বিভিন্ন প্রজাতির লাখ লাখ টাকার গাছ জোড়পূর্বক কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হৃষিকেশ ভৌমিক বাদী হয়ে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সীসহ ৭জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৮জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মো. বেনজীর আহম্মেদ (৫২), নূর মোহাম্মদ (নূরা) (৬৫), আবু বক্কর মিজি (৬৫), মো. উজ্জল ভূঁইয়া (৪৫), মো. জামান ভূঁইয়া (৩২), মো. হারুন ভূঁইয়া (৫৪), মো. সজীব (৩৮) সহ অজ্ঞাতনামা ০৭/০৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, মেঘনা ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের আওতাধীন সেচ খাল সংলগ্ন জায়গায় বিভিন্ন প্রজাতির কাঠ গাছ সৃজিত আছে। আসামীরা পূর্ব থেকে উক্ত জায়গা জোর দখল করার পাঁয়তারা করিয়া উক্ত জায়গা থেকে সৃজিত বিভিন্ন প্রজাতির ১০/১২ টি কাঠ গাছ কেটে দুই লাখ টাকার ক্ষতি সাধন করে। কিছু গাছ কাটা অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখি এবং কিছু গাছ বিবাদীরা নিয়ে গেছে। গাছ কাটার বিষয়ে আমরা বিবাদীদেরকে জিজ্ঞাসাবাদ করলে বিবাদীরা গাছ কাটার বিষয়ে স্বীকার করে এবং উক্ত জায়গায় বিবাদীরা বাউন্ডারী ওয়াল দিয়ে পারিবারিক কবরস্থান করবে বলে জানায়।
বিবাদীরা যেকোন সময় পূনরায় উক্ত জায়গা জোরদখল করিতে পারে বিধায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উর্দ্ধতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে বিবাদীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য থানায় লিখিত অভিযোগ করে বলে জানান উপ-সহকারী প্রকৌশলী ঋষিকেশ ভৌমিক।
তিনি আরো জানান, উক্ত জায়গা দখল বেদখল নিয়ে মারাত্বক শান্তি ভঙ্গের আশংকা রয়েছে।
এদিকে গাছ কাটার অভিযোগের সত্যতা স্বীকার করেন বেনজীর আহমেদ মুন্সী। তিনি বলেন, ওখানে একটি কবরস্থান রয়েছে। সেটি পরিষ্কার করতে গিয়ে কিছু গাছ কেটেছি। তবে এখানে যেই সমস্যা তৈরি হয়েছে তা সমাধানে স্থানীয় গণমান্যরা থানা পুলিশকে জানিয়েছে। আমরা পুলিশের দারস্ত হয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা থাকায় মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী ঋষিকেশ ভৌমিক বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।