চাঁদপুরে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম ও দধি তৈরি করায় মেসার্স মুজাহিদ ট্রেডার্স মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম এবং দধি তৈরি করায় মেসার্স মুজাহিদ ট্রেডার্স এর মালিককে ৩০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসটি পুনরায় এই ধরণের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এ সময় স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, ক্যাব চাঁদপুরের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।