• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৬ অক্টোবর, ২০১৯

কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ এমপিওভুক্তিতে আনন্দ সমাবেশ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ওমর ফারুক সাইম, কচুয়া॥
চাঁদপুর জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ এমপিওভুক্তি লাভ করায় আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে কলেজ মিলনায়তনে আনন্দ সমাবেশে ও এমপিও উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও কলেজ গভনিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. গোলাম হোসেন। এ সময় তিনি কলেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির প্রতি কৃতজ্ঞতা পোষন করে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি এমপিকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, মেয়েরা সুশিক্ষায় শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র ও সমাজের কল্যানমূখী কাজের জন্যে নিজেদেরকে তৈরী করতে হবে। স্বপ্ন মানুষকে অভিষ্ট লক্ষে পৌছে দিতে পারে।।
কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সভাপ্রধানে সমাবেশে বক্তব্য রাখেন, কলেজের সাবেক অধ্যক্ষ তাপস কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাদাত মিয়া, গভনিং বডির সদস্য দাতা সদস্য মো. হুমায়ুন কবির, সদস্য মো. হুমায়ুন কবির প্রধান, কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, প্রভাষক শরীফুল ইসলাম, মো. ওয়াসিম, সুফিয়া আক্তার, অভিভাবক রফিকুল ইসলাম, দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী ফারহানা আক্তার, একাদশ শ্রেণির শিক্ষার্থী মারজান আক্তার প্রমূখ।
এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও কর্মচারীবৃন্দ এমপিও উৎসব অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
আলোচনা শেষে কেক কেটে এমপিও উৎসব পালন করা হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!