• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৯

মতলব উত্তর প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি মিজানকে বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান তৃতীয়বারের মতো জাতি সংঘ শান্তি মিশনে যোগদানের জন্য মনোনীত হওয়ায় মতলব উত্তর প্রেসক্লাব বিদায় সংবর্ধনা প্রদান করেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে থানা প্রাঙ্গনে মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেছেন, সংবাদপত্র ছাড়া গণতন্ত্র চলতে পারে না। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে না। সাংবাদিকরা হলেন দেশের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারা সমাজের দর্পন, জাতির বিবেক। মতলব উত্তরে কর্মরত সাংবাদিকরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। তাদের কথা আমার দীর্ঘদিন মনে থাকবে।
আগামীতেও নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করতে সাংবাদিকদের আহবান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন- মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান সরকার, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ কবি নূর মোহাম্মদ, বিশিষ্ট সাংবাদিক সুমন সরদার, মতলব উত্তর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, সফিকুল ইসলাম রানা’সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!