• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৬ জুলাই, ২০১৯

সকল রাজবন্ধীদের মুক্তি ও নতুন নির্বাচন দেয়ার দাবি মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

সব রাজবন্দির মুক্তি দিয়ে সরকারের কাছে নতুন নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে সংসদ ভবনের চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি একথা বলেন। এসময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ মিথ্যা বানোয়াট মামলায় দণ্ড দিয়ে বন্দি করে রাখা হয়েছে। আমরা তার মুক্তি দাবি করছি।

তিনি বলেন, সরকারের কাছে জোর দাবি করছি সব রাজবন্দির মুক্তি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ আনুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন। মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিন। না হয় জনগণ আপনাদের ক্ষমা করবে না।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর
error: Content is protected !!