সমঝোতায় না গেলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

  • আপডেট: ০৮:১৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ৩৩

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সেনাদের হটাতে তুরস্কের সেনা অভিযানের বিরুদ্ধে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) সদস্যরা।

বৃহস্পতিবার সিনেটের ২৯ জন সদস্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অনুরোধ জানান।
তাদের দাবি, দ্রুত আইন প্রণয়ন করে তুরস্ককে নিষেধাজ্ঞার মুখে না ফেললে ব্যাপক প্রাণহানির শিকার হবে সিরিয়ার বেসামরিক নাগরিকরা।

তবে, নিষেধাজ্ঞার বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেনি হোয়াইট হাউস। এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, তুরস্কের সেনা অভিযানে ওয়াশিংটনের সায় নেই। তবে, হামলা ঠেকাতে তিনটি কাজ করতে পারে যুক্তরাষ্ট্র।

প্রথমত, আন্তর্জাতিক নেতাদের সহায়তায় সরাসরি তুরস্কের ওপর নিষেধাজ্ঞা। দ্বিতীয়ত, আঙ্কারার বিরুদ্ধে দ্বিগুণ মার্কিন সেনা পাঠানো। সবশেষ, কুর্দি যোদ্ধাদের সঙ্গে তুরস্কের মধ্যস্থতায় সাহায্য করা। এক্ষেত্রে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে সমঝোতার আহ্বান জানান তিনি।

পাশাপাশি, সিরিয়ায় সীমান্ত রেখা অতিক্রম করামাত্র আঙ্কারার ওপর অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

সমঝোতায় না গেলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আপডেট: ০৮:১৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সেনাদের হটাতে তুরস্কের সেনা অভিযানের বিরুদ্ধে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) সদস্যরা।

বৃহস্পতিবার সিনেটের ২৯ জন সদস্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অনুরোধ জানান।
তাদের দাবি, দ্রুত আইন প্রণয়ন করে তুরস্ককে নিষেধাজ্ঞার মুখে না ফেললে ব্যাপক প্রাণহানির শিকার হবে সিরিয়ার বেসামরিক নাগরিকরা।

তবে, নিষেধাজ্ঞার বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেনি হোয়াইট হাউস। এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, তুরস্কের সেনা অভিযানে ওয়াশিংটনের সায় নেই। তবে, হামলা ঠেকাতে তিনটি কাজ করতে পারে যুক্তরাষ্ট্র।

প্রথমত, আন্তর্জাতিক নেতাদের সহায়তায় সরাসরি তুরস্কের ওপর নিষেধাজ্ঞা। দ্বিতীয়ত, আঙ্কারার বিরুদ্ধে দ্বিগুণ মার্কিন সেনা পাঠানো। সবশেষ, কুর্দি যোদ্ধাদের সঙ্গে তুরস্কের মধ্যস্থতায় সাহায্য করা। এক্ষেত্রে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে সমঝোতার আহ্বান জানান তিনি।

পাশাপাশি, সিরিয়ায় সীমান্ত রেখা অতিক্রম করামাত্র আঙ্কারার ওপর অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প।